About

লাইট হাউস ক্যারিয়ার কলেজ

২০০৯ সালের ১১ জুন লাইটহাউস ক্যারিয়ার কলেজ এর যাত্রা শুরু।প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি একনিষ্ঠ ভাবে নিবেদিত ছিলেন, তিনি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ। সাত সদস্যের গভর্নিং বডি দ্বারা পরিচালিত হয় এই প্রতিষ্ঠান টি। ২০০৯ সালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কতৃক উচ্চ মাধ্যমিকের পর্যায়ের অনুমোদন ও স্বিকৃতি লাভ করে। ২০১৩ সালে কলেজের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে, ৬ষ্ঠ থেকে পাঠ দানের অনুমতি ও স্বিকৃতি লাভ করে।সরকার কতৃক নিবন্ধিত EIIN নম্বর :১৩১৭৬৩, কলেজ কোড: ১১৭৩, স্কুল কোড: ১৩৮৯ প্রাপ্ত হয়। জাতীয় শিক্ষাক্রমের নির্ধারিত বাংলা মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে সুচনা লগ্ন থেকে।বিভিন্ন প্রতিকুলতাকে পিছনে ফেলে প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম সবুজ এই প্রতিষ্ঠানটিকে দক্ষতার সাথে পরিচালনা করতে থাকেন। ২০২০ সালের ১ জানুয়ারী এই প্রতিষ্ঠানের কর্ণধার, প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম সবুজ মাত্র ৪১ বছর বয়সে ইন্তেকাল করেন। তার আদর্শ ও দিক নির্দেশনাকে ধারণ করে লাইটহাউস ক্যারিয়ার কলেজ প্রতি বছর বোর্ড পরীক্ষাগুলোতে ঈর্শ্বনীয় সফলতার স্বাক্ষর রেখে চলেছে। পাঠদানের পাশাপাশি খেলাধুলো, সাংস্কৃতিক বিষয় চর্চা, সামাজিক সেবামুলক সকল কাজে ছাত্রছাত্রীদের অংশগ্রহন, এ সকল কিছু অত্যন্ত সুচারুভাবে পরিচালিত হয়। ছাত্র ছাত্রীরা প্রতিটা ক্ষেত্রেই জাতীয় ও আন্তর্জাতিক ভাবে এর স্বাক্ষর রেখে যাচ্ছে। লাইটহাউস ক্যারিয়ার কলেজের লক্ষ্য: বিশ্ব দরবারে নেতৃত্ব দিতে আদর্শ মানুষ গড়া।