বক্তৃতা

নাজিয়া নবী

অধ্যক্ষ

‘’বিসমিল্লাহির রাহমানির রাহিম। জ্ঞান-বিজ্ঞানের চরম উৎকর্ষ ও প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের এই যুগে জাতির আগামী দিনের নেতৃত্বদানকারী হিসেবে যোগ্য নাগরিক গড়ে তোলার জন্য উপযুক্ত ও অনুকূল পরিবেশ সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। এই লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখেই লাইটহাউস ক্যারিয়ার কলেজ কাজ করে চলেছে। শিক্ষার অনুকূল পরিবেশ ও প্রযুক্তিগত শিক্ষার পর্যাপ্ত সর্বাধুনিক উপকরণ এবং দেশ বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধানে এখানে শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছে। সঠিক দিক নির্দেশনা ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক, প্রযুক্তিগত ও আদর্শিক জ্ঞান, উন্নত নৈতিক চরিত্র, ধর্মীয় মূল্যবোধ, কঠোর শ্রম ও মেধার বিকাশ ঘটিয়ে তাদের সর্বোত্তম বিকাশ নিশ্চিত করে সমসাময়িক বিশ্বকে চ্যালেঞ্জের যোগ্য করে তোলার জন্য লাইটহাউস ক্যারিয়ার কলেজের নিরলস প্রয়াস অব্যাহত রয়েছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে ছাত্রছাত্রীদের প্রশিক্ষন দেয়ার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হয়। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা জেলা পর্যায়ে, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হচ্ছে। এটি কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, আদর্শ ও সফল মানুষ গড়ার কেন্দ্রও বটে।
সবার সুস্থ্যতা ও সার্বিক মঙ্গল কামনা করছি।
ধন্যবাদ ’’